মোট পৃষ্ঠাদর্শন

শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪

বইয়ের কথা



আমি বিবেকানন্দ বলছি
মুখবন্ধ ও সম্পাদনা শংকর
প্রকাশক সাহিত্যম্‌
১৮ বি শ্যামাচরণ দে স্ট্রিট কলকাতা-৭০০০৭৩
প্রথম প্রকাশ ২০০৮। পৃষ্ঠাঃ ৩৮৩।
ISBN: 81-7267-033-8মূল্যঃ ১২৫ টাকা।
এই বইটি এক বিরল মানুষের আত্মকথন কিন্তু আত্মজীবনী নয়। বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গে তিনি নিজের কথা, নিজের পরিজন, ভাবনা, স্বপ্ন নিয়ে যা বলেছেন বা লিখেছেন তার এক অসাধারণ সংকলন। পড়তে পড়তে মনে হয় স্বামীজী যেন নিজের জীবনের গল্প বলছেন। কখনো তঁআকে মনে হয় এক ভেঙে পড়া এক হালভাঙা মানুষ যার স্বপ্নগুলো প্রতি মূহূর্তে দলিত হচ্ছে, দেশের মানুষ্কে বুঝতে পারছেন কিন্তু বোঝাতে পারছেন না তো আবার পরক্ষনে ঝলসা ওঠে বীর, বিপ্লবী এক তরুণ সন্ন্যাসীর সঙ্কল্প। এই বইটি পড়ে আমি এক মানুষ বিবেকানন্দের সন্ধান পেয়েছি যার রাগ হয়, অভিমান হয় কিন্তু মেধা, ভালবাসা আর মনুষ্যত্বের এক অফুরন্ত উৎসধারা। অ-সাধারণ এক মানুষ।