বইয়ের কথা
বিশ্বকর্মার সন্ধানে
মীরা মুখোপাধ্যায়
প্রকাশকঃ মীরা মুখোপাধ্যায়
; পরিবেশকঃ দীপায়ন। কলকাতা।
প্রথম প্রকাশঃ জানুয়ারী,
১৯৯৩
৮৯ পৃষ্ঠা
এই বইটির লেখিকা একজন
শিল্পী, শিল্পের গবেষিকা এবং ভারত ইতিহাস ও সমাজের অনালোকিত অধ্যায়ের সন্ধানকারী।
এই বইটিতে তিনি ‘বিশ্বকর্মা’ শব্দের সঙ্গে জড়িত সমস্ত মিথ, পৌরানিক, ঐতিহাসিক,
সমাজ ইতিহাসের অনালোকিত অধ্যায়গুলি আলোকিত করেছেন সংগৃহীত তথ্য, উদ্ধৃতি, ব্যক্তিগত
অভিজ্ঞতা ও বোধের আলোকে। এযেন নিজের সমাজকে নতুন করে জানা। সমাজের যে দক্ষ,
শিল্পকার, কারিগর, বাস্তুকার – কর্মাদের যে কাহিনী আমরা কখনো কান পেতে শুনতে চায়নি
বা পায়নি মীরা মুখোপাধ্যায় সেই কাহিনী এই বইতে আমাদের জানিয়েছেন। নতুন করে ভাবতে বাধ্য
করেছেন এই সুপ্রাচীন সভ্যতার প্রকৃত কারিগরদের ‘মূল’কে, টিকে থাকার সংগ্রামী
কাহিনী নিয়ে। এই বইয়ের অধ্যায়গুলির দিকে অনুসন্ধি দৃষ্টিপাত করলেই বোঝা যায় ইতিহাস
বুঝি নতুন করে কিছু বলতে চায় –
Ø
সমুদ্রমন্থন
Ø
বিশ্বকর্মাঃ কাজের সূচনা
Ø
বিশ্বকর্মা পূজার নানা সময় ও বিধিনিয়মঃ একতা ও ভিন্নতা
Ø
বিশ্বকর্মাঃ লোককথা গল্প কিংবদন্তি
Ø
ধর্মপূজা
Ø
ঘুড়ি ও বিশ্বকর্মা
Ø
বিশ্বকর্মা ও তীর্থ
Ø
অসুর এবং বিশ্বকর্মা
Ø
স্থাপত্যবিদ্যা এবং বিশ্বকর্মা
Ø
বিশ্বকর্মার সন্ধানেঃ শেষ অধ্যায়